Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনন্ত জলিল-বর্ষার ভালোবাসায় সিক্ত প্রতিবন্ধী সোহেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২২ ২৩:৩২ | আপডেট: ১৪ জুলাই ২০২২ ২৩:৩৯

বগুড়া: ঢাকাই সিনেমার আলোচিত দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষার ভালবাসায় সিক্ত হলেন বগুড়ার কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের নিমারপাড়া গ্রামের প্রতিবন্ধী ভক্ত সোহেল রানা। ভক্ত রানার সঙ্গে দেখা করতে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বগুড়ার কাহালু উপজেলার জামগ্রামে ছুটে এসেছিল অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা।

অনন্ত জলিল ও নুসরাত বর্ষা বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর পৌনে ১টার সময় হেলিকপ্টারযোগে কাহালুর ওই গ্রামে আসেন।

বিজ্ঞাপন

এদিকে অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষাকে বরণ করে নিতে কলিপাড়া আই এইচ হাই স্কুল মাঠে আগে থেকেই মঞ্চ তৈরি করে রেখেছিল ভক্তরানাসহ এলাকাবাসী। সেখানেই তাদের ফুল দিয়ে বরণ করেন নেন ভক্ত সোহেল রানা ও এলাকাবাসী।

অনন্ত জলিল ও বর্ষার সঙ্গে অনেক আগে থেকেই সোহেল রানার পরিচয়। সেই পরিচয়ের সুবাদে অনন্ত জলিল ও বর্ষা এখানে আসেন। প্রায় এক ঘণ্টা এখানে তারা ছিলেন।

সমবেত জনতার উদ্দেশে তারা দুজন বলেন, ‘গ্রামের মানুষ খুবই সহজ সরল। গ্রামের অপরূপ দৃশ্য দেখে আমরা সব-সময় মুগ্ধ হই। গ্রামের মানুষের ফলানো ফসলই বাঁচিয়ে রাখে শহরের মানুষকে।’ এসময় অনন্ত জলিল ও বর্ষা তার প্রতিবন্ধী ভক্ত সোহেল রানাকে ২ লাখ টাকার আর্থিক সহায়তার আশ্বাস দেন এবং বিদেশে তার সুচিকিৎসা করার জন্যও প্রতিশ্রুতি দেন।

এসময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন কবিরাজ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষাকে একনজর দেখতে এলাকার নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষের ভিড় জমে যায়। ভিড় সামলাতে পুলিশ বাহিনীকেও হিমসিম খেতে হয়। বিকেল ৩টায় ভক্তকে সঙ্গে নিয়ে বগুড়া শহরের মধুবন সিনেপ্লেক্সে নিজেদের অভিনীত সিনেমা ‘দিন: দ্য ডে’ দেখেন। সেখানে উপস্থিত দর্শক ও ভক্তদের সঙ্গে কথা বলেন তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

অনন্ত জলিল প্রতিবন্ধী সোহেল বর্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর