Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত এক, আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২২ ২৩:২৫

হবিগঞ্জ: বাহুবলে দুই পক্ষের সংঘর্ষে দুলাল মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার সাতকাপন ইউনিয়নের গোসাই বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত দুলাল ইউনিয়নের শংকরপুর গ্রামের মতলিব মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, শংকরপুর গ্রামের মাস্টার বাড়ি ও সর্দার বাড়ির লোকজনের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এই বিরোধ নিষ্পত্তির জন্য আগামীকাল শুক্রবার (১৫ জুলাই) সালিশ হওয়ার কথা ছিল। ওই সালিশকে কেন্দ্র করে সর্দার বাড়ির পক্ষের দুলাল মিয়া পার্শ্ববর্তী গোঁসাই বাজারে এলে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায়।

এ ঘটনার খবর পেয়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুলাল মিয়াকে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে আছে।

সারাবাংলা/এমও

দুপক্ষের সংঘর্ষ নিহত ১

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর