Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে: ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২২ ২২:৫৯ | আপডেট: ১৫ জুলাই ২০২২ ১১:৩৬

ঢাকা: জনগণ লড়াইয়ের প্রস্তুতি নিচ্চে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন।

বগুড়া জেলা বিএনপির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মোর্শেদ মিল্টন, সাবেক ভাইস চেয়ারম্যান মো. ফজলে রাব্বি ফিরোজ, গাবতলী পৌর যুবদলের সাবেক আহবায়ক মো. হারুন অর রশীদ আজ বগুড়ার দায়রা জজ আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় এ বিবৃতি দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বর্তমানে আইন, বিচার, প্রশাসন সম্পূর্ণরূপে সরকারের হাতের মুঠোয়। আইনের রাজনৈতিক ব্যবহারের কারণে ন্যায় বিচার বাংলাদেশ থেকে নিরুদ্দেশ হয়ে গেছে। নিষ্ঠুর ফ্যাসিবাদ ভয়ঙ্কর দানবরূপে আত্মপ্রকাশ করেছে। মানুষ আদালত থেকে এখন আর ন্যায় বিচার পায় না।’

মির্জা ফখরুল বলেন, ‘আদালত মানুষের শেষ আশ্রয়স্থল। অথচ বিরোধী দলসহ দেশের সাধারণ মানুষ সেখান থেকে কোনো প্রতিকার পায় না। আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার তার হীন স্বার্থ হাসিল করছে। মূলত জনগণকে বন্দি করে রাখার জন্যই আইন আদালতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার।’

তিনি বলেন, ‘সরকারের বানোয়াট ও ভুয়া মামলায় বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা আদালতে হাজির হলেই তাদেরকে জেলে ঢোকানো হচ্ছে। অথচ সরকার দলীয় লোকজন মানুষ খুন করেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মিথ্যা, বানোয়াট ও সাজানো মামলায় বিএনপি নেতা মো. মোর্শেদ মিল্টন, মো. ফজলে রাব্বি ফিরোজ ও মো. হারুন অর রশীদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ বর্তমান গণবিরোধী সরকারের অনাচারেরই ধারাবাহিকতা।’

বিজ্ঞাপন

‘বর্তমান সরকারের সকল অপকর্ম ও দুঃশাসন রুখে দিতে জনগণ এখন ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সারাবাংলা/এজেড/একে

আওয়ামী লীগ বিএনপি মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আজ বায়ু দূষণে দ্বিতীয় ঢাকা
১১ জানুয়ারি ২০২৫ ১০:৪৭

কুয়েটে ভর্তি পরীক্ষা আজ
১১ জানুয়ারি ২০২৫ ১০:১০

আরো

সম্পর্কিত খবর