Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএনসিসির গাড়িচাপায় ছাত্রের মৃত্যু: চালক কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২২ ১৮:০৪

ঢাকা: ইনস্টিটিউট অব সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজির (আইএসটিটি) বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী সাব্বির আহম্মেদ রকির সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির চালক আ. সালামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার সাব-ইন্সপেক্টর (নি) ভাস্কর রায় আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

বিজ্ঞাপন

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

কাফরুল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা মো. ইউসুফ আলী এ তথ্য জানান।

জানা যায়, গত ১৩ জুলাই বিকেল সাড়ে চারটার দিকে সাব্বির তার বন্ধুর মোটর সাইকেল চালিয়ে কাফরুল থানাধীন মিরপুর-১৩ পুলিশ স্টাফ কলেজের মেইন গেইটের বিপরীত পাশে রাস্তার ওপর নেওয়ার জন্য দাঁড়িয়ে ছিল। এ অবস্থায় পেছন দিক থেকে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির চালক আ. সালাম দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে এসে সাব্বিরের মোটর সাইকেলে ধাক্কা মেরে মোটরসাইকেলসহ ফেলে দেয়।

পরে গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় রাতেই সাব্বিরের বাবা বাচ্চু মিয়া কামরুল থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন।

সারাবাংলা/এআই/একে

গাড়িচাপা ছাত্রের মৃত্যু টপ নিউজ ডিএনসিসি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর