Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে: গোলাম দস্তগীর গাজী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২২ ১৭:৩১ | আপডেট: ১৪ জুলাই ২০২২ ১৮:৫৭

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, বর্তমান সরকার উন্নয়নবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সরকারের আমলে দেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে। এ লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।

বৃহস্প‌তিবার (১৪ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের সর্বোচ্চ নী‌তি‌নির্ধারণী ফোরাম উপজেলা আইনশৃঙ্খলা ক‌মি‌টি ও উপজেলা সমন্বয় ক‌মি‌টির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহানের সভাপ‌তি‌ত্বে সভায় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা সহকারী ক‌মিশনার (ভূমি) আতিকুল ইসলাম, গোলাকান্দাইল ইউ‌নিয়ন প‌রিষদ চেয়ারম্যান কামরুল হাসান তু‌হিন, মুড়াপাড়া ইউনিয়ন প‌রিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, ভুলতা ইউনিয়ন প‌রিষদ চেয়ারম্যান আরিফুল হক ভূঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন প‌রিষদ চেয়ারম্যান সালাউ‌দ্দিন ভূঁইয়া, কায়েতপাড়া ইউনিয়ন প‌রিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বজলুর রহমানসহ অন্যরা।

এর আগে, বৃহস্প‌তিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার গাজী ভবনে আধুরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা এমপিওভুক্ত হওয়ায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপ‌স্থিত ছিলেন আধুরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ নাঈম ভূঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ আলী আকবরসহ অন্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাটমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর