Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন ডা. জাফরুল্লাহ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২২ ১৫:৫৫ | আপডেট: ১৪ জুলাই ২০২২ ১৮:৩২

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে ডা. জাফরুল্লাহ প্রথমে এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি এক মিনিট নিরবতা পালন করেন এবং এরশাদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

বিজ্ঞাপন

শ্রদ্ধা নিবেদন শেষে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে কিছু সময় অতিবাহিত করেন ডা. জাফরুল্লাহ। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের মুঠোফোনে ডা. জাফরুল্লাহ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, জাপা যুগ্ম মহাসচিব বেলাল হোসেন, ফখরুল আহসান শাহাজাদা, আহাদ ইউ চৌধুরী, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলমসহ বিভিন্নস্তরের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/একে

ডা. জাফরুল্লাহ শ্রদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর