টিসিবির পণ্য জব্দ: ডিলারকে বাঁচাতে প্রশাসনের গড়িমসির অভিযোগ
১৪ জুলাই ২০২২ ১৪:৪৮
ঠাকুরগাঁও: জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় মধ্যরাতে টিসিবির পণ্য বোঝাই থ্রি-হুইলার জব্দ করার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। জেলা প্রশাসন বলছে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে পুলিশ বলছে, এটা দুদকের বিষয়, এটাতে আমার কোনো কাজ নেই।
বুধবার (১৩ জুলাই) স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া যায়। এদিকে টিসিবির স্থানীয় ডিলারকে রক্ষার জন্য প্রশাসন এমন করছে বলে অভিযোগ এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের।
উপজেলার স্থানীয় বাসিন্দা মজিবর রহমান শেখ বলেন, ‘টিসিবির ডিলার সাহা ট্রেডার্সের মালিক বিশ্বনাথ সাহাকে বাঁচাতে উপজেলা প্রশাসন এই গড়িমসি করছে।’
সাবেক ইউপি সদস্য ও কৃষকলীগ নেতা মজিবর রহমান বলেন, ‘এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও বরাবরে অভিযোগ করেছি। কিন্তু এখন জানতে পারছি ওই ডিলারের পণ্য হারিয়ে গেছে বলে অভিযোগ দিয়েছে। যা ডিলারকে বাঁচাতে পরিকল্পিতভাবে এটা করা হয়েছে। ঘটনার দিন একাধিক ব্যক্তি বলছিলেন, টিসিবির ডিলারকে বাঁচাতে ও ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে নতুন কোনো পরিকল্পনা করা হচ্ছে, যার প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে বলে মনে করি।’
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম ডন বলেন, ‘গতকাল রাতে এক ব্যক্তি এ বিষয়ে অভিযোগ দিয়েছেন। তবে আমার কাছে নয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দিয়েছেন। পরে সেই অভিযোগ আমার কাছে পাঠানো হয়। তবে আমার কাছে কাজ হবে না।’
তিনি আরও বলেন, ‘আমার কাছে কোনো ব্যক্তি দরখাস্ত করেনি। ফলে এটা দেখার কিছু নেই আমার। এ অভিযোগ দুদকের আওতাভুক্ত। আমার কাছে পাঠিয়ে কোনো লাভ নেই।’
এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলার ইউএনও মো. যোবায়ের হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। পরে আবার মোবাইলে কল করা হলে ফোনটি কেটে দেন তিনি।
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, ‘এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইউএনও সাহেবকে ফোন দিলেই জানতে পারবেন।’
উল্লেখ্য, গত শনিবার (৯ জুলাই) দিবাগত মধ্যরাতে (ইদের আগের রাতে) জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কলেজ মোড় ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা থেকে একটি থ্রি-হুইলার বোঝাই টিসিবির পণ্য তেল, ডাল ও চিনিসহ জব্দ করে উপজেলা প্রশাসন।
সারাবাংলা/এনএস