শ্রীলংকায় সরকারবিরোধী বিক্ষোভে তরুণের মৃত্যু
১৪ জুলাই ২০২২ ১১:৫১ | আপডেট: ১৪ জুলাই ২০২২ ১৪:৫৮
শ্রীলংকায় সরকারবিরোধী বিক্ষোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া কাঁদানে গ্যাসে অসুস্থ হয়ে ২৬ বছরের এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১৩ জুলাই) দেশটির রাজধানী কলম্বোতে অস্থায়ী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের কার্যালয়ের বাইরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। খবর হিন্দুস্তান টাইমস।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি মিররের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া কাঁদানে গ্যাসে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ার পর ওই তরুণের মৃত্যু হয়।
এর আগে, গুরুতর অসুস্থ অবস্থায় ওই তরুণকে কলম্বোর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে ডেইলি মিররের প্রতিবেনে উল্লেখ করা হয়।
এর কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে বিক্রমাসিংহে অফিসে প্রবেশ করে বিক্ষোভকারীরা। এরপর ভবনের উপরে জাতীয় পতাকা উত্তোলন করেন তারা।
এর আগে, গতকাল বুধবার অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে। শপথ নিয়ে তিনি জরুরি অবস্থা ঘোষণা করেন। শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায় রাজাপক্ষে দেশ ছেড়ে পালানোর পর সেদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ পরিস্থিতিতে বিক্রমসিংহের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে ক্ষুব্ধ জনতা।
দেশটির অর্থনৈতিক সংকট মোকাবিলায় ব্যর্থতার কারণে সৃষ্ট বিক্ষোভের মুখে পরিবারের সঙ্গে মালদ্বীপে পালিয়ে যায় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। যাওয়ার আগেই নিজের পদত্যাগ করেন তিনি। ফলে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হন বিক্রমসিংহে। সর্বশেষ খবর অনুযায়ী, গোতাবায়া রাজাপাকসে আগামী কয়েক ঘণ্টার মধ্যে সিঙ্গাপুরে যাবেন।
সারাবাংলা/এনএস