বাহুবলে নৌকাডুবিতে ৪ নারীর মৃত্যু
১৩ জুলাই ২০২২ ২২:৩৯ | আপডেট: ১৪ জুলাই ২০২২ ১০:০৪
হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলার গুঙ্গিয়াজুড়ি হাওরে নৌকা ডুবে চার নারীর মৃত্যু হয়েছে। তারা সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের শিকারপুর গ্রামের বাসিন্দা।
বুধবার (১৩ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।
বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের মেম্বার আব্দুল করিম জানান, রাতে একটি ইঞ্জিন চালিত নৌকাযোগে স্নানঘাট থেকে সদর উপজেলার শিকারপুর গ্রামে যাচ্ছিলেন। নৌকাটি রউয়াইল হাওরে পৌঁছলে হঠাৎ ডুবে যায়। এতে হাওরের পানিতে তলিয়ে চার নারী মারা যান।
ইউপি মেম্বার বলেন, ‘ আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করি।’
মৃতরা হলেন সদরউপজেলার শিকারপুর গ্রামের সরাফত উল্ল্যার স্ত্রী নেলি বেগম (৫০), আব্দুল হামিদের স্ত্রী জরিনা বেগম (৪৫), রওশন উল্লার স্ত্রী হুরবানু (৪৫) ও কবির আলীর স্ত্রী আয়াতুন নেছা (৩৫)।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শিমুল মো. রাফি জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার জন্য রওয়ানা হলে স্থানীয় ইউপি মেম্বার উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। চারজন মারা গেছেন আর চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
স্নানঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম জানান, একটি বিয়ের দাওয়াতের জন্য নৌকার আরোহীরা স্নানঘাটে আসেন। রাতে ফিরে যাওয়ার সময় নৌকাটি ঝড়ো বাতাসের কবলে পড়ে।
সারাবাংলা/একে