Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ, প্রেমিকের মা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২২ ২১:২৮

নোয়াখালী: জেলার সুবর্ণচর উপজেলায় এক কিশোরীকে (১৬) বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় এজহার নামীয় আসামি প্রেমিক মামুনের (২২) মা’কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া ওই নারীর নাম আমেনা (৪০)। তিনি এই মামলায় এজহার নামীয় ৩ নম্বর আসামি। বুধবার (১৩ জুলাই) চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ এ তথ্য নিশ্চিত করেন।

ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি দাখিল মাদরাসার শিক্ষার্থী। গত কয়েক বছর ধরে মাদরাসায় আসা যাওয়ার পথে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউনিয়নের মামুন। একপর্যায়ে গত দুই বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্কের সূত্র ধরে নিজের তিন সহযোগীকে নিয়ে গত এক বছর ধরে বিভিন্ন সময় বিয়ের আশ্বাস দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে আসছিলেন মামুন। সর্বশেষ গত ৭ জুলাই রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর পাড়ে নিয়ে পুনরায় ধর্ষণের চেষ্টা করে মামুন। ওই সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে, মামুন দ্রুত পালিয়ে যায়। পরে বিষয়টি মামুনের পরিবারকে জানালে তারা বিয়ে দিয়ে দেবে দেবে বলে কালক্ষেপণ এবং বিভিন্নভাবে ধর্ষিতার পরিবারকে হুমকি দিতে থাকে।

এ বিষয়ে ওসি দেবপ্রিয় দাশ বলেন, গতকাল মঙ্গলবার (১২ জুলাই) রাতে ভিকটিমের বড় বোন বাদী হয়ে প্রেমিক মামুনসহ তার আরও তিনজন স্বজনকে আসামি করে চরজব্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় এজহার নামীয় আসামি প্রেমিকের মা’কে গতকাল মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। মামলার অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিকে আজ (বুধবার) দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

নোয়াখালী বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ মা গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর