Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাফরুলে ময়লার গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২২ ২০:০৫

ঢাকা: রাজধানীর কাফরুল পুলিশ স্টাফ কলেজের সামনে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় সাব্বির আহমেদ রকি (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক মারা গেছে। এই ঘটনায় আরো দুজন আহত হয়েছে।

বুধবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) ভাস্কর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে এক মোটরসাইকেলে তিনজন পুলিশ স্টাফ কলেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় উত্তর সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন ছিটকে পড়ে যান। তিনজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে রকি (২৪) মারা যান।

এসআই আরও জানান, দুজন সামান্য আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এসআই ভাস্কর রায় জানান, নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। ময়লার গাড়ি জব্দ ও তার চালককে আটক করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/একে

টপ নিউজ ময়লার গাড়ি মোটরসাইকেল সিটি করপোরেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর