Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদরাসার শিক্ষার্থীসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২২ ১৯:৫৫

নোয়াখালী: জেলার চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মাদরাসার শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। এ দুটি ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (১৩ জুলাই) চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন ও সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন- শিব্বির আহমেদ (২৫) চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের জিগাতলা গ্রামের মাওলানা আজিজুর রহমানের ছেলে। নিহত শিব্বির লক্ষীপুর জেলার টুমচর মাদরাসার কামিলের শিক্ষার্থী ছিলেন। অপরজন আবুল হোসেন (৫৫) চাটখিল উপজেলার ডুমুরিয়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

এ বিষয়ে চাটখিল থানার ওসি মো. গিয়াস উদ্দিন জানান, আজ বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের সোনা চাকা বাজার সংলগ্ন সড়কে বালুবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিব্বির আহমেদ গুরুত্বর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় শিব্বিরকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানায়, স্থানীয়রা পিকআপ ভ্যানটি আটক করলে পুলিশ জব্দ করে থানায় নিয়ে আসে। তবে ঘটনার পরপরই চালক পালিয়ে গেছে। তাই অভিযুক্ত চালককে আটক করা যায়নি।

এদিকে আজ (বুধবার) দুপুর ২টার দিকে জেলার সোনাইমুড়ী উপজেলার নান্দিয়া পাড়া বাজারের সংলগ্ন ডুমুরিয়ার টেক এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও নসিমন গাড়ির সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় কুলসুম (২৫) নামে আরও এক সিএনজি আরোহী আহত হয়েছেন।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশিদ বলেন, আজ বুধবার দুপুর ২টার দিকে জেলার সোনাইমুড়ী উপজেলার নান্দিয়া পাড়া বাজারের সংলগ্ন ডুমুরিয়ার টেক এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও নসিমন গাড়ির সংঘর্ষে আবুল হোসেন গুরুত্বর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় আবুলকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় সুধারামা থানার পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

নোয়াখালী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

তাসকিনদের ঝলকে জয়ে ফিরল রাজশাহী
১০ জানুয়ারি ২০২৫ ১৮:০০

আরো

সম্পর্কিত খবর