Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাপপ্রবাহ আরও দুই দিন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২২ ১৭:৩২ | আপডেট: ১৩ জুলাই ২০২২ ১৭:৩৪

ঢাকা: ভরা বর্ষা মৌসুমেও দেশের চার জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকবে অন্তত দুইদিন। এদিকে পূর্বমধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি এখনও বাংলাদেশের ওপর সক্রিয়। যে কারণে আগামী ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে কোনো সর্তক সংকেত নেই নদ-নদী কিংবা সমুদ্রবন্দরে।

আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, রাজশাহী, পঞ্চগড় ও নীলফামারি জেলাসহ সিলেট ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

বিজ্ঞাপন

বুধবার (১৩ জুলাই) সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী ও সৈয়দপুরে রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ড ও রাঙ্গামাটিতে ২৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল , চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিচ্ছিন্নভাবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের রাঙামাটিতে সর্বোচ্চ বৃষ্টিপাত ৫০ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. আবদুল মান্নান জানিয়েছেন, এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে উড়িষ্যা উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় এখনো বিরাজ করছে। এর একটি বর্ধিতাংশ পূর্বমধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত্ব রয়েছে। মৌসুমী বায়ু অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার লঘুচাপের কেন্দ্রস্থল। গাঙ্গেও পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যত্র মাঝারি ধরনের সক্রিয় রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে আবহাওয়া অধিদফতরের দীর্ঘ মেয়াদি পূর্বাভাস অনুযায়ী চলতি জুলাই মাসের মাঝামাঝি একটি বন্যা আসার কথা রয়েছে। সেই সঙ্গে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে।

সারাবাংলা/জেআর/একে

আবহাওয়া টপ নিউজ তাপপ্রবাহ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর