Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক করলেন ইইউ রাষ্ট্রদূত

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২২ ১৫:২৫ | আপডেট: ১৩ জুলাই ২০২২ ১৫:৫২

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি।

বুধবার (১৩ জুলাই) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত টানা দেড় ঘণ্টা চলে এ বৈঠক।

বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ।

এর আগে, মঙ্গলবার (১২ জুলাই) ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যে দ্বি-পাক্ষিক সম্পর্ক তার ওপর আমরা বিস্তারিত আলোচনা করেছি।’

সেই প্রাসঙ্গিক বিষয়গুলো কী— জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।

এর আগে, গুলশান কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি পৌঁছালে তাকে অভ্যর্থনা জানিয়ে ভেতরে নিয়ে যান বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস ছাত্তার এবং মিডিয়া সেলের সদস্য শয়রুল কবির খান।

সারাবাংলা/এজেড/এনএস

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চার্লস হোয়াটলি টপ নিউজ বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর