শ্রীলংকায় জরুরি অবস্থা জারি
১৩ জুলাই ২০২২ ১৪:২২ | আপডেট: ১৩ জুলাই ২০২২ ১৭:৪০
শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায় রাজাপক্ষে দেশ ছেড়ে পালানোর পর সেদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। শপথ নিয়ে তিনি জরুরি অবস্থা ঘোষণা করেন।
পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে সাংবাদিকদের জানিয়েছেন, প্রেসিডেন্ট রাজাপক্ষে তাকে জানিয়েছেন, গোতাবায় রাজাপক্ষে প্রধানমন্ত্রী বিক্রমাসিংহেকে তার পদের দায়িত্ব পালনের জন্য নিযুক্ত করেছেন।
এদিকে, মাহিন্দা ইয়াপা আবেবর্ধনের বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। বুধবার স্থানীয় সময় দুপুর ১টার মধ্যে তাকে পদত্যাগের সময় বেঁধে দেন তারা। তবে হুঁশিয়ারি উপেক্ষা করে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে জরুরি অবস্থা জারি করেছেন তিনি।
এর আগে গত শনিবার কয়েক হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্ট গোতাবায়ের বাসভবনে ঢুকে পড়েন। এসময় গোতাবায়ে তার পরিবারসহ বাসভবন ত্যাগ করেন। এদিন রাতে পদত্যাগের ঘোষণা দেন গোতাবায়া। তবে দেশ ত্যাগের আগে তিনি পদত্যাগ করবেন না বলে স্পিকারের কাছে শর্ত দেন। কয়েক দফা চেষ্টার পর মঙ্গলবার দিবাগত রাতে মালদ্বীপে পালাতে সক্ষম হন তিনি।
সারাবাংলা/আইই