Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২২ ২৩:৪২

মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের তরা কালিগঙ্গা সেতুর ওপর সেলফি পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কলেজ ছাত্রসহ দুই জনের মৃত্যু হয়েছে। নিহত দুজনের বাড়ি ইউরোপ ও জেলার বানিয়াজুরী ইউনিয়নের রাত পুরা গ্রামে।

মঙ্গলবার (১২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনা এবং মৃত্যুর ব্যাপারটি নিশ্চিত করেছেন ঘিওর থানার ওসি রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কালিগঙ্গা সেতুর ওপর পাটুরিয়াগামী সেলফি পরিবহনের একটি বাস পেছন থেকে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র জুয়েল মিয়া এবং তার বন্ধু মোটরসাইকেল ব্যবসায়ী মো. আশিকুর রহমানের মৃত্যু হয়। এ ঘটনায় আহত তাদের আরেক বন্ধু হাসিবুর রহমান অর্থকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে কয়েকটি সেলফি পরিবহন ভাঙচুর করেছে। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে।

সারাবাংলা/একেএম

টপ নিউজ সেলফি পরিবহন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর