Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই বছর পর রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের নিচে

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২২ ২১:৫৩ | আপডেট: ১২ জুলাই ২০২২ ২৩:০০

ঢাকা : বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। মঙ্গলবার (১২ জুলাই) দিন শেষে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৯ দশমিক ৮০ বিলিয়ন ডলারে নেমে এসেছে। এটি গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন।

এর আগে ২০২০ সালের ৮ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ প্রথমবারের মতো ৪০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছিল। বাংলাদেশ ব্যাংক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, ঈদের ছুটির আগে গত ৭ জুলাই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (এসিইউ) ১ দশমিক ৯৫ বিলিয়ন ডলার পরিশোধের অনুমোদন দেওয়া হয়। এই বিপুল পরিমাণ আমদানির অর্থ ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে সমন্বয়ের পর রিজার্ভ ৩৯ দশমিক ৮০ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

উল্লেখ্য এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (এসিইউ) হলো এমন একটি ব্যবস্থা, যার মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলো আঞ্চলিক লেনদেনের জন্য আমদানি পেমেন্ট নিষ্পত্তি করা হয়। বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা এসিইউ সদস্য। ইরানের রাজধানী তেহরানে সদর দফতর। এ ব্যবস্থায় দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলোকে প্রতি দুই মাস অন্তর আমদানির অর্থ পরিশোধ করতে হয়।

সূত্র জানায়, করোনা পরবর্তী রফতানি আয় এবং রেমিট্যান্স প্রবাহের তুলনায় আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় গত কয়েকমাস ধরে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ওপর চাপ বাড়তে থাকে। ২০২১ সালের জুলাই থেকে গত মে মাসের মধ্যে আমদানি ব্যয় ৩৯ শতাংশ বেড়ে হয়েছে ৭৫ দশমিক ৪০ বিলিয়ন ডলার। সেই তুলনায় রফতানি আয় ৩৩ শতাংশ বেড়ে হয়েছে ৪৪ দশমিক ৫৮ বিলিয়ন ডলার। এসব কারণে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কমতে শুরু করেছে।

বিজ্ঞাপন

জানা গেছে, ২০২০ সালেল মার্চে করোনার পরবর্তী সময়ে আমদানি কমতে থাকায় দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়তে থাকে। ২০২০ সালের ৩ জুন বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ৩৪ বিলিয়ন ছাড়িয়ে ৩৪ দশমিক ২৩ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছিল।

এর আগে, ২০১৭ সালের সেপ্টেম্বরে সর্বোচ্চ ৩৩ দশমিক ৬৮ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছিল। এরপর দীর্ঘদিন রিজার্ভ ৩১ থেকে ৩২ বিলিয়ন ডলারের মধ্যে ওঠানামা করে। ২০২০ সালের জুন মাসের পর ধারাবাহিকভাবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বাড়তে থাকে। এভাবে বাড়তে বাড়তে ২০২১ সালের ২৪ আগষ্ট বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ প্রথমবারের মতো ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।

এরপর থেকে রিজার্ভ ধারাবাহিকভাবে কমতে শুরু করে। গত বছরের ডিসেম্বরে রিজার্ভের পরিমাণ ছিল ৪৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার। সর্বশেষ ১১ মসে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কমেছে প্রায় সাড়ে ৮ বিলিয়ন ডলার।

সারাবাংলা/জিএস/একে

বাংলাদেশ ব্যাংক বৈদেশিক রিজার্ভ

বিজ্ঞাপন

কুয়েটে ভর্তি পরীক্ষা আজ
১১ জানুয়ারি ২০২৫ ১০:১০

আরো

সম্পর্কিত খবর