Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেলবাহী লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে লরি চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২২ ২১:০৬

ঢাকা: বরিশালের গৌরনদীতে একটি তেলবাহী লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই লরির চালক মোক্তার মোল্লা (৫০) নিহত হন। এ সময় বাসের ৭ যাত্রী আহত হয়। নিহত মোক্তার মোল্লা গোপালগঞ্জের মোকসেদপুরের বাসিন্দা। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (১২ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার টরকি বাজার সংলগ্ন ব্রিজের উত্তর প্রান্তে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ওই মহাসড়কে দুর্ঘটনার পর পুলিশের হস্তক্ষেপে ছোট যানবাহন চলাচল করলেও এক ঘণ্টার বেশি সময় ধরে বাস-ট্রাকসহ বড় যানবাহন চলাচল বন্ধ ছিল।

বিজ্ঞাপন

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. বেলাল হোসেন জানান, বরিশাল থেকে বিএমএফ নামে বাসটি যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে টরকি ব্রিজের উত্তর প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তেলের লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লরির চালক নিহত হন।

তিনি আরও জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের ওপর আড়াআড়ি অবস্থায় পড়ে থাকলে সেটিকে রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে।

সারাবাংলা/একে

তেলবাহী লরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর