ইরান ও তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের বৈঠক ১৯ জুলাই
১২ জুলাই ২০২২ ১৮:৪৫ | আপডেট: ১২ জুলাই ২০২২ ১৯:০৩
আগামী সপ্তাহে ইরান সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সময় তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোগানও ইরান সফর করবেন। আগামী ১৯ জুলাই ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টরা ত্রিপক্ষীয় বৈঠক করবেন।
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনার খবরে বলা হয়, আগামী ১৯ জুলাই ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দিতে তেহরান যাচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আস্তানা আলোচনার কাঠামোর ভিত্তিতে তিন দেশের প্রেসিডেন্ট বৈঠক করবেন।
ইরনার খবরে বলা হয়, তেহরানে নেতাদের বৈঠকের একটি অংশ হবে দ্বিপাক্ষিক। বৈঠকের অন্য অংশে আস্তানা কাঠামোর ভিত্তিতে তিন নেতা আলোচনা করবেন। এ বৈঠকে সিরিয়া যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা হবে।।
সিরিয়ায় যুদ্ধ বন্ধে ২০১৭ সালে কাজাখস্তানের রাজধানী আস্তানায় রাশিয়া, ইরান ও তুরস্ক আলোচনা শুরু করেছিল। এবারের বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে কোনো আলোচনা হবে কি না এমন প্রশ্নের জবাবে দিমিত্রি পেসকভ বলেন, না এ ব্যাপারে আলোচনার কোনো সম্ভাবনা নেই।
সারাবাংলা/আইই