Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাস-অটোরিকশার সংঘর্ষে নারী-শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২২ ১৮:২২

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মৌসুমি (৩৫) এবং তার বোনের মেয়ে রিয়া মনির (৫) মৃত্যু হয়েছে। ওই দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে মৌসুমি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা কাঠুয়াজারি গ্রামের কুদ্দুসের মেয়ে এবং রিয়া মনি জামালপুর জেলার টেংকি মারি গ্রামের জাউলের মেয়ে।

বিজ্ঞাপন

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্স ইনচার্জ জানান, সিএনজিটি এলেঙ্গা থেকে গাজীপুরের দিকে যাচ্ছিল। রাবনা বাইপাস এলাকায় পৌঁছলে সিরাজগঞ্জগামী এসআই পরিবহনের একটি বাস সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিয়া নামে ৫ বছরের শিশুটি মারা যায়। স্থানীয়রা গুরুতর আহত মৌসুমিকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। আহত দুই জন জেলা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

সারাবাংলা/একেএম

টাঙ্গাইল সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর