ব্রাক্ষ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে যোগাযোগ বন্ধ
স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২২ ১৫:৪৮ | আপডেট: ১২ জুলাই ২০২২ ১৭:১১
১২ জুলাই ২০২২ ১৫:৪৮ | আপডেট: ১২ জুলাই ২০২২ ১৭:১১
ঢাকা: ব্রাক্ষ্মণবাড়িয়ার বিজয়নগরে তেলবাহী কনটেইনার ট্রেনের বগির চাকা লাইনচ্যুত হয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) সকাল এগারোটার দিকে জেলার মুকুন্দপুর স্টেশনে এ ঘটনা ঘটে। এতে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সকালে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়।
এরপর আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন তৎপরতা চালিয়ে যাচ্ছে।
সারাবাংলা/জেআর/এমও