Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরের যুবদল নেতা বদিউজ্জামান ধ্বনিকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২২ ১৪:৫৪ | আপডেট: ১২ জুলাই ২০২২ ১৬:৫৫

যশোর: যশোরে দুর্বৃত্তদের হাতে জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি বদিউজ্জামান ধ্বনি খুন হয়েছেন। মঙ্গলবার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে তিনি বাড়ির সামনে সন্ত্রাসী হামলার শিকার হন। তাকে দ্রুত যশোর জেলানরেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।

পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বদিউজ্জামান ধ্বনি আজ দুপুর ১২টার দিকে তার শহরের বেজপাড়া চোপদার পাড়ার বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় ৫/৬ জন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় সেখানে উপস্থিত লোকজন তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১২টার দিকে তিনি সেখানে মারা যান বলে জানান হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুল ইসলাম।

যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ কী তা উদ্ঘাটন এবং হত্যাকাণ্ডে জড়িতদের আটক করার চেষ্টা করা হচ্ছে।

সারাবাংলা/এএম

টপ নিউজ যশোর হত্যাকাণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর