‘এবারের ইদে সর্বোচ্চ দুর্ভোগ পোহাতে হয়েছে’
১২ জুলাই ২০২২ ১৩:১৯ | আপডেট: ১২ জুলাই ২০২২ ১৩:২২
ঢাকা: এবারের ইদে দেশবাসীকে সর্বোচ্চ দুর্ভোগ পোহাতে হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘এবারের ইদে দেশের ইতিহাসে সর্বোচ্চ দুর্ভোগ পোহাতে হয়েছে দেশবাসীকে। সড়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মাঝে মধ্যে মিডিয়ার সামনে এসে বিএনপিকে নিয়ে তীব্র ভাষায় সমালোচনা করেন। কিন্তু ঘরমুখো মানুষের ইদ যাত্রা নির্বিঘ্ন করতে পানে না।’
তিনি বলেন, ‘ইদের প্রাককালে ১০০ টাকার ভাড়া ৫০০ টাকা গুণতে হয়েছে জনগণকে। সড়কে দুর্ভোগের সীমা ছিল না। ৫ ঘণ্টার পথ ৩০/৩২ ঘণ্টায়ও শেষ হয়নি। যাত্রীদের দিনরাত কাটাতে হয়েছে সড়ক-মহাসড়কে। মন্ত্রীরা বলেছেন মহাসড়কে কোনো যানজট নেই। অথচ অনেক মানুষকে ঈদ করতে হয়েছে রাস্তাতেই, কেউ ঈদের দিন দুপুরে বাড়িতে পৌঁছেছেন।’
রিজভী বলেন, ‘আওয়ামী নেতাদের মস্তিস্ককোষ থেকে সত্য হারিয়ে গেছে। ঘরমুখো মানুষকে ভয়াবহ দুর্ভোগ আর সড়কে মৃত্যুর মিছিলের এর জন্য দায়ী আওয়ামী প্রশাসন ও সড়ক মন্ত্রী।’
সারাবাংলা/এজেড/এমও