ডিএসসিসি’র সব ওয়ার্ডে কোরবানির ২য় দিনের শতভাগ বর্জ্য অপসারণ
সিনিয়র করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২২ ২২:৪৬ | আপডেট: ১১ জুলাই ২০২২ ২২:৪৭
১১ জুলাই ২০২২ ২২:৪৬ | আপডেট: ১১ জুলাই ২০২২ ২২:৪৭
ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডের মধ্যে সব ওয়ার্ড হতেই ঈদের দ্বিতীয় দিনের কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।
সোমবার (১১ জুলাই) রাত সোয়া ৯টা নাগাদ ঈদের দ্বিতীয় দিনে জবাই করা কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান।
এতে বলা হয়েছে, ৯ জুলাই হতে আজ রাত ৯টা পর্যন্ত ৩ হাজার ৫৫৯টি ট্রিপের মাধ্যমে মোট ১৪ হাজার ৭৫৩.৭৯ মেট্রিক টন কোরবানির পশু ও পশুর হাটের বর্জ্য মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে স্থানান্তরপূর্বক অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
সারাবাংলা/এনআর/এমও