Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাসড়কে অটোরিকশা, বাসের ধাক্কায় প্রাণ গেল ৫ জনের

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২২ ২০:৫৭ | আপডেট: ১১ জুলাই ২০২২ ২২:০০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আরও কমপক্ষে আটজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

সোমবার (১১ জুলাই) রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়ার কমল মুন্সীর হাটের অদূরে জলুয়ার দিঘীর পাড়ে এ দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লাশ ‍উদ্ধার করে।

নিহতদের মধ্যে চারজন পুরুষ ও একজন মহিলা বলে জানা গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা চন্দনাইশ উপজেলা থেকে পটিয়ার দিকে আসছিল। কক্সবাজার থেকে নগর অভিমুখী একটি বাস পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। অটোরিকশার সব যাত্রীই মারা গেছেন। বাসের ৭-৮ জন যাত্রী আহত হয়েছেন।’

 

ঘটনাস্থলে যাওয়া পটিয়া ফায়ার স্টেশনের টিম লিডার প্রদীপ ত্রিপুরা সারাবাংলাকে বলেন, ‘বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেছে। আমরা ঘটনাস্থলে এসে অটোরিকশা থেকে পাঁচজনের লাশ বের করেছি। এদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী।’

সারাবাংলা/আরডি/একেএম

অটোরিকশা পটিয়া সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর