৯৫০০ মেট্রিক টন কোরবানি বর্জ্য সরিয়েছে ঢাকা দক্ষিণ সিটি
১১ জুলাই ২০২২ ১৪:৪৬ | আপডেট: ১১ জুলাই ২০২২ ১৮:২৮
ঢাকা: ইদুল আজহার আগের দিন থেকে শুরু করে ইদের পরদিন সোমবার (১১ জুলাই) দুপুর পর্যন্ত সাড়ে ৯ হাজার মেট্রিক টন কোরবানি বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ডিএসসিসি।
শনিবার (৯ জুলাই) রাত ১১ হতে সোমবার (১১ জুলাই) দুপুর ১টা পর্যন্ত— বিগত ৩৮ ঘণ্টায় কোরবানির পশুর হাট ও পশুর বর্জ্য অপসারণ ও মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে স্থানান্তর করেছে বলে দাবি করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ। দুই হাজার ৩৭০টি ট্রিপের মাধ্যমে এ বর্জ্য স্থানান্তর করা হয়।
সোমবার (১১ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত সোয়া একটার মধ্যেই দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ড থেকে প্রথম দিনের কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।
দ্বিতীয় দিনের কোরবানির পশুর বর্জ্য অপসারণে বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
সারাবাংলা/আরএফ/এএম