শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়ার বাসভবনে লাখ লাখ রুপি
১১ জুলাই ২০২২ ০৮:৪০ | আপডেট: ১১ জুলাই ২০২২ ১৩:৫৪
শ্রীলংকার প্রেসিডেন্টের সরকারি বাসভবন টেম্পল ট্রিতে লাখ লাখ রুপি খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা। বাসভবন ছেড়ে পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের ফেলে যাওয়া এসব রুপি বিক্ষোভকারীরা গুনছেন, এমন ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, মেঝোতে রুপির বান্ডিলগুলো রেখে গুনছেন বিক্ষোভকারীরা। সেখানে টাকার বান্ডিল ঘিরে রয়েছেন বেশ কয়েকজন। এসব রুপি গোনার দৃশ্য প্রকাশ্যেই ক্যামেরাবন্দি করেছেন একদল বিক্ষোভকারী।
দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট ভবন থেকে উদ্ধার হওয়া অর্থ-সম্পদ ভবনের নিরাপত্তা ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে লংকান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের পর সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে একমত হয়েছে বিরোধী দলগুলো। এ বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে দেশটির বিরোধী দলগুলো রোববার এক বৈঠকে বসে। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী বুধবার (১৩ জুলাই) গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের পর সব দলের প্রতিনিধিদের নিয়ে অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠন করা হবে।
সারাবাংলা/এএম