৯ ঘণ্টায় দক্ষিণ সিটির ৫৮ ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণের দাবি
১০ জুলাই ২০২২ ২৩:৫৬
ঢাকা: দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ড ও ২৫টি মহিলা ওয়ার্ডের মধ্যে ৫৮টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
রোববার (১০ জুলাই) দুপুর দুটো থেকে আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করার পর রাত ১১টা পর্যন্ত সময়ে এ কাজ করা হয়েছে বলে সিটি করপোরেশন কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে।
শতভাগ বর্জ্য অপসারণকৃত ওয়ার্ডগুলো হলো- ১, ৩, ৬, ৮, ৯, ১০, ১২, ১৩, ১৪, ১৬, ১৭, ১৮, ২০, ২১, ২৩-৩৩, ৩৬-৪৪, ৪৯, ৫১-৬৩, ৬৬-৭৫ নম্বর ওয়ার্ড।
এছাড়াও ৫, ১১, ১৯, ২২, ৩৪, ৪৮, ৬৪ নম্বর ওয়ার্ড অর্থাৎ ৭টি ওয়ার্ড হতে ইতোমধ্যে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে।
এ পর্যন্ত সার্বিকভাবে ৯০ শতাংশের অধিক বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।
এদিকে গতকাল রাত ১১টা হতে আজ রাত ১১টা পর্যন্ত অর্থাৎ বিগত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৮৩টি ট্রিপের মাধ্যমে মোট ৭ হাজার ১৩৯.২৪ মেট্রিক টন বর্জ্য কোরবানির পশুর হাট ও পশুর বর্জ্য মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে স্থানান্তর করা হয়েছে।
সারাবাংলা/আরএফ/এমও