Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোদির অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২২ ২২:১৬ | আপডেট: ১১ জুলাই ২০২২ ১২:৪১

ঢাকা: পবিত্র ইদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শেখ হাসিনার কাছে পাঠানো এক পত্রে মোদি লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে আপনাকে, আপনার পরিবার এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ইদ মোবারক জানাচ্ছি।’

তিনি আরও লিখেছেন, ‘এই উৎসব আমাদের সমাজের সুবিধা বঞ্চিতদের প্রতি ত্যাগ ও ভাগাভাগির কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, যাদের স্বার্থের কথা আমরা ও আমাদের উভয় সরকার অগ্রাধিকার দেয়।’

নরেন্দ্র মোদি বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান চমৎকার সহযোগিতা ও অংশীদারিত্ব জোরদারে আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন খুবই গুরুত্বপূর্ণ। কয়েক সপ্তাহের মধ্যে যখন নয়াদিল্লীতে আমরা বৈঠকে মিলিত হবো, তখন এই বিষয় এবং অন্যান্য ইস্যু নিয়ে আলোচনার জন্য আমি অপেক্ষা করছি।’

সারাবাংলা/এনআর/এমও

নরেন্দ্র মোদি মোদির অভিনন্দন শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর