Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাঁচবিবি সীমান্তে বিজিবি-বিএসএফ ইদ শুভেচ্ছা বিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২২ ১৮:২২

জয়পুরহাট: পবিত্র ইদুল আজহা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্তে মিষ্টি উপহার দিয়ে ইদের শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

রোববার (১০ জুলাই) দুপুরে সীমান্তের ২৮১ মেইন পিলারের শূন্যরেখায় ২০ বিজিবির হাটখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার নাইমুর ইসলাম বিএসএফকে মিষ্টি উপহার দেন। ভারতের বিএসএফের গয়েশপুর ও চকগোপাল ক্যাম্প থাকায় উভয় ক্যাম্প কমান্ডারদের মিষ্টি উপহার দিয়ে ইদের শুভেচ্ছা জানানো হয়।

বিজ্ঞাপন

হাটখোলা বিজিবির ক্যাম্প কমান্ডার সুবেদার নাইমুর ইসলাম বলেন, ‘সীমান্তে দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে আমরা পরস্পর মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি।’

সারাবাংলা/এমও

ইদ শুভেচ্ছা পাঁচবিবি সীমান্ত বিজিবি-বিএসএফ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর