আশ্রয়কেন্দ্রে ইদ করছেন ৭ হাজার মানুষ
১০ জুলাই ২০২২ ১৬:৩৮ | আপডেট: ১০ জুলাই ২০২২ ১৯:৫২
সুনামগঞ্জ: সারা দেশের সঙ্গে সুনামগঞ্জেও উদযাপিত হচ্ছে ইদুল আজহা। রোববার (১০ জুলাই) সকাল ৮টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইদগাহ ময়দানে প্রথম জামাতের মধ্য দিয়ে শুরু হয় ইদুল আজহার আনুষ্ঠানিকতা। নামাজ শেষে সামর্থবানরা পশু কোরবানি করেন।
এদিকে, সুনামগঞ্জে ১৩ লাখ মানুষের মধ্যে ইদ যেন বাড়তি কষ্ট নিয়ে এসেছে। নদ-নদীর পানি কমলেও ঘরবাড়ি বানের পানিতে ভেসে যাওয়ায় এবং বাড়ি থেকে পানি না নেমে যাওয়ায় সাত (সুনামগঞ্জ সদর, ছাতক, দোয়ারা বাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর জগন্নাথপুর, দিরাই, শাল্লা) উপজেলার সাত হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে ইদ করছেন।
আশ্রয়কেন্দ্রে থাকা মানুষরা জানাচ্ছেন, বানের পানিতে ঘরবাড়ি ভেসে গেছে। সেই জন্য আশ্রয়কেন্দ্রেই ইদ করতে হচ্ছে।
সুনামগঞ্জ জেলা ত্রাণ কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, সাত উপজেলার সাত হাজার মানুষ এখনও আশ্রয়কেন্দ্রে রয়েছেন। তারা যাতে সুন্দরভাবে ইদ করতে পারে সেই জন্য সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
সারাবাংলা/একেএম