কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজারও পর্যটকের ভিড়
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২২ ১৬:৪৫ | আপডেট: ১০ জুলাই ২০২২ ২০:২২
১০ জুলাই ২০২২ ১৬:৪৫ | আপডেট: ১০ জুলাই ২০২২ ২০:২২
পটুয়াখালী: কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন হাজারও পর্যটক। ইদুল আজহা উপলক্ষে রোববার (১০ জুলাই) সকাল থেকেই এসব পর্যটকের আগমন ঘটে।
সৈকতে আগত পর্যটকরা সমুদ্রে সাঁতার কাটাসহ প্রিয়জনের সঙ্গে সেফলি তুলে দিনটি উপভোগ করছেন। অনেকে আবার সৈকতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য।
সৈকতে আগত পর্যটকরা বেশির ভাগই স্থানীয় বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে পদ্মা সেতু চালুর হওয়ার ফলে আগামীকাল থেকে আরও বেশি পর্যটকের আগমন ঘটবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের ব্যাপক তৎপরতা লক্ষ করা গেছে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক বলেন, ‘বিভিন্ন পর্যটন স্পটে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ।’
সারাবাংলা/এমও