Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুলাই ২০২২ ১৪:৩৪ | আপডেট: ১০ জুলাই ২০২২ ১৮:৫৯

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছের শহর সোয়েটোর একটি বারে বন্দুক হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। রোববার (১০ জুলাই) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভি।

গতকাল শনিবার (৯ জুলাই) মধ্যরাত থেকে বোববার ভোর পর্যন্ত গোলাগুলির ঘটনা ঘটে। দেশটির পুলিশের কর্মকর্তা ইলিয়াস মাওলা জানায়, ‘আমাদের ভোর বেলা ডাকা হয়েছিল। ঘটনাস্থলে পৌঁছে ১২ জনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হই।’

তিনি আরও বলেন, ‘আহত অবস্থায় ১১ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে আরও দু’জন মারা যান। ফলে সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে।’

জোহানেসবার্গের বৃহত্তম জনপদ সোয়েটো জেলার অরল্যান্ডোতে ওই বারটি অবস্থিত।

সারাবাংলা/এনএস

টপ নিউজ দক্ষিণ আফ্রিকা বন্দুক হামলা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর