Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২২ ০০:০২

বগুড়া: সোনাতলায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা অপর দুই সাংবাদিক গুরুতর আহত হন। তাদের সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (৯ জুলাই) রাতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান সোনাতলা উপজেলার কাবিলপুর গ্রামের বাসিন্দা। তিনি বগুড়া থেকে প্রকাশিত দৈনিক মুক্তবার্তা পত্রিকায় উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি সোনাতলা সদর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার হিসেবেও কাজ করতেন।

স্থানীয়রা জানান, হাবিব তার দুই সহকর্মীকে নিয়ে মোটরসাইকেলযোগে ভেলুরপাড়া থেকে সোনাতলা ফিরছিলেন। পথিমধ্যে উপজেলার সদর ইউনিয়নের রানীরপাড়া নামক স্থানে মিষ্টি বহনকারী একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে ঘটনা ঘটে। এতে তারা তিনজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুর রাজ্জাক ও ফয়সাল আহমেদকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সাংবাদিক হাবিব মাথায় আঘাত পাওয়ায় মারা গেছেন। আহত অপর দুই সাংবাদিক আশঙ্কামুক্ত।’

সারাবাংলা/এমও

অটোরিকশা নিহত বগুড়া মোটরসাইকেল সাংবাদিক সাংবাদিক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর