Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইদে বাড়ছে ভারত ভ্রমণ, বেনাপোলে ভিড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২২ ২০:০২ | আপডেট: ৯ জুলাই ২০২২ ২২:২৬

যশোর: হাজার হাজার বাংলাদেশি যাত্রী বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাচ্ছেন। ইদের ছুটি কাটাতে ভারতে যাওয়া যাত্রীদের উপচেপড়া ভিড় এখন বেনাপোল চেকপোস্টে। গত ৩ দিনে বাংলাদেশ থেকে ২০ হাজারের বেশি পাসপোর্ট যাত্রী এই ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশ করেছেন।

এদের কেউ যাচ্ছেন বেড়াতে, কেউ বা চিকিৎসার প্রয়োজনে। ভ্রমণ ইচ্ছুকদের অধিকাংশই পরিবার-পরিজন নিয়ে যাচ্ছেন।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৪ থেকে ৫ হাজার পাসপোর্টধারী যাত্রী দুই দেশের মধ্যে চলাচল করে থাকেন। কিন্তু এখন ৭ হাজার থেকে ৮ হাজারের বেশি যাত্রী প্রতিদিন বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাচ্ছেন। তবে ভারতের ওপারে ধীরগতির কারণে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘ইদের ছুটির কারণে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতগামী যাত্রীদের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। অন্য সময়ের চেয়ে এখন প্রায় তিন গুণ যাত্রী ভারতে যাচ্ছেন।’

যাত্রীদের সুবিধার জন্য বেনাপোল ইমিগ্রেশনে জনবল বাড়ানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

সারাবাংলা/এমও

ইদ উপচেপড়া ভিড় টপ নিউজ বেনাপোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর