যেখানে খুশি সেখানে পশু জবাই না করার অনুরোধ চসিক মেয়রের
৯ জুলাই ২০২২ ১৯:১০ | আপডেট: ৯ জুলাই ২০২২ ২১:০৬
চট্টগ্রাম ব্যুরো: কোরবানির পশু জবাইয়ের জন্য ৩০৪টি নির্দিষ্ট স্থান প্রস্তুত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। নির্ধারিত স্থান বাদ দিয়ে যত্রতত্র পশু জবাই না করা এবং নালা-নর্দমায় বর্জ্য না ফেলার জন্য নগরবাসীকে অনুরোধ করেছে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। এদিকে বর্জ্য অপসারণের জন্য পাঁচ হাজার কর্মী ও ৪৩৭টি যানবাহন প্রস্তুত রেখেছে সিটি করপোরেশন।
চট্টগ্রাম সিটি করপোরেশন এবার কোরবানির পর ৭ থেকে ৮ ঘণ্টার মধ্যে পশুর বর্জ্য অপসারণের টার্গেট নিয়েছে। এজন্য একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী এক বিবৃতিতে বলেছেন, ‘নগরবাসীর কাছে বিনীত অনুরোধ, আপনারা সিটি করপোরেশনের নির্ধারিত স্থানেই পশু জবাই করবেন। সুনির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই না করে যদি ইচ্ছেমতো যেখানে খুশি সেখানে করা হয়, তাহলে মানুষের যাতায়াত ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটবে। কোরবানি পশুর বর্জ্য সুনির্দিষ্ট স্থানে একসাথে জড়ো করে রাখবেন। পশু জবাইয়ের পর গর্তের মধ্যে রক্ত, গোবর ও পরিত্যক্ত অংশ পুঁতে রাখুন। জবাইকৃত পশুর উচ্ছিষ্টাংশ নিকটতম ডাস্টবিনে ফেলুন। ভুল করেও আপনারা এসব বর্জ্য রাস্তাঘাট, নালা-নর্দমায় ফেলবেন না। এতে পরিবশ দূষিত হয়, মশা-মাছির বংশ বৃদ্ধি পায় এবং মারাত্মক রোগ ছড়ায়।’
নির্ধারিত সময়ের পরও নগরীর কোথাও ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখলে চসিকের নিয়ন্ত্রণ কক্ষে হটলাইন নম্বরে (031-630739, 031-633649, 01751527645) জানাতে বলেছে চসিক।
চসিকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পশু কোরবানির জন্য নির্ধারিত ৩০৪টি স্থানে ত্রিপল টাঙ্গানো হয়েছে। সেখানে ইমাম থাকবেন। কোরবানিদাতার বসার ব্যবস্থা এবং পর্যাপ্ত পানি ও ব্লিচিং পাউডার থাকবে।
এদিকে চসিকের তত্ত্বাবধানে নগরীতে প্রথম ও প্রধান ইদ জামাত অনুষ্ঠিত হবে রোববার (১০ জুলাই) সকাল পৌনে ৮টায় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে। খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন। দ্বিতীয় জামাত একইস্থানে সকাল পৌনে ৯টায় অনুষ্ঠিত হবে। লালদিঘীতে চট্টগ্রাম সিটি করপোরেশন শাহী জামে মসজিদে ইদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।
এছাড়া চসিকের তত্ত্বাবধানে সকাল সাড়ে ৭টায় নগরীর আরও ৮টি স্থানে ইদ জামাত অনুষ্ঠিত হবে। এগুলো হচ্ছে- শেখ ফরিদ চশমা ইদগাহ জামে মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন শাহী জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফিন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরু বাজার জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দীক চসিক জামে মসজিদ।
চসিকের ৪১ ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে ইদ জামাত অনুষ্ঠিত হবে বলে চসিকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শনিবার সকালে মেয়র রেজাউল করিম চৌধুরী জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে ইম জামাতের প্রস্তুতি দেখতে যান। এ সময় তিনি চসিকের বর্জ্য অপসারণ কার্যক্রমের প্রস্তুতিও সরেজমিনে পরিদর্শন করেন। পরে মেয়র সাংবাদিকদের জানান, নগরীর ৪১ ওয়ার্ডকে ৬টি জোনে ভাগ করে কোরবানির পশুর বর্জ্য অপসারণের প্রস্তুতি নেওয়া হয়েছে। ৭ থেকে ৮ ঘণ্টার মধ্যে নগরীকে পুরোপুরি পরিচ্ছন্ন করা হবে।
সারাবাংলা/আরডি/একে