ইদের দিন কয়েদিরা খাবেন পায়েস, মুড়ি, মাংস, রোস্ট, পান-সুপারি
৯ জুলাই ২০২২ ১৭:২৫ | আপডেট: ৯ জুলাই ২০২২ ২০:০৯
ঢাকা: কয়েদিদের জন্য ইদের দিন বিশেষ খাবারের ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ। সকালের মেনুতে থাকবে পায়েস, মুড়ি, দুপুরে থাকবে পোলাও, গরুর মাংস, মুরগির মাংস রোস্ট, ডিম, কোমল পানীয়, সালাদ, মিষ্টি, পান, সুপারি। রাতের মেনুতে থাকবে ভাত, সবজি, মাছ।
এ ছাড়া কয়েদিদের সঙ্গে ইদের দিন কারাগারে গিয়ে দেখা করতে পারবেন তাদের স্বজনরা।
কারাগারের ভেতরেই ইদ জামাতের ব্যবস্থা রাখা হয়েছে। ইদের নামাজের সময় বৃষ্টি যেন বাধা হতে না পারে সে প্রস্তুতি নিয়েছে কারা কর্তৃপক্ষ।
কেরাণীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, ‘ঈদের দিনটিকে কেন্দ্র করে সরকার নির্ধারিত বাজেট অনুযায়ী আমরা কারাবন্দিদের খাবার সরবরাহের সব প্রক্রিয়া সম্পন্ন করেছি।’
তিনি আরও বলেন, ‘করোনা স্বাস্থ্যবিধি মেনে বন্দিদের সঙ্গে তাদের পরিবারের সদস্যরা ঈদের দিন দেখা করতে পারবেন। মোবাইল ফোনেও কথা বলার সুযোগ পাবেন।’
সারাবাংলা/একে