Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় ইদগাহে প্রধান ইদ জামাত সকাল ৮টায়

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২২ ১৩:৫৯ | আপডেট: ৯ জুলাই ২০২২ ১৭:৪৩

ঢাকা: আগামীকাল রোববার (১০ জুলাই) সকাল ৮টায় জাতীয় ইদগাহ ময়দানে ইদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এখানে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ইদের জামাতে অংশ নিতে পারবেন বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

শনিবার (৯ জুলাই) দুপুরে জাতীয় ইদগাহ ময়দানে প্রধান ইদ জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতিমূলক কার্যক্রম সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা নিশ্চিত করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ তাপস।

বিজ্ঞাপন

তিনি বলেন, জাতীয় ইদগাহে প্রধান ইদ জামাত আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রধান ইদ জামাতের মূল ইমাম জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। বিকল্প ইমাম জামেয়া আরাবিয়া মিরপুরের মুহতামিম মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান ও ক্বারী জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মাওলানা হাবিবুর রহমান মেশকাত।

আলাপকালে মেয়র ঢাকাবাসীকে ইদের শুভেচ্ছা জানান এবং স্বাস্থ্যবিধি মেনে জাতীয় ইদগাহে নামাজ আদায়ের অনুরোধ করেন।

ইদের দ্বিতীয় দিনের মধ্যেই কোরবানি সম্পন্নের আহ্বান জানিয়ে শেখ তাপস বলেন, আমরা লক্ষ্য করি যে, অনেকেই ইদের তৃতীয় দিনে কোরবানির পশু জবাই করে থাকেন। আমরা বিনীতভাবে নিবেদন করছি, তৃতীয় দিনের অপেক্ষায় যাতে কেউ না থাকেন। ইদের দ্বিতীয় দিনের মধ্যেই যেন সকলেই কোরবানি সম্পন্ন করেন। কারণ বর্জ্য অপসারণে আমরা একটানা দীর্ঘ ৭২ ঘণ্টা কাজ করব। সেজন্য তাদেরও বিশ্রাম প্রয়োজন রয়েছে, ইদের ছুটির প্রয়োজন রয়েছে।

কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বরাবরের মতোই এবারও বিশাল কর্মযজ্ঞ গ্রহণ করা হয়েছে জানিয়ে মেয়র বলেন, কোরবানির পশুর বর্জ্য এবং হাটের বর্জ্য- সবমিলিয়ে আমরা বিশাল এক কর্মযজ্ঞে লিপ্ত থাকি। সেই প্রস্তুতি আমরা এরই মধ্যে সম্পন্ন করেছি। আজ রাত ১১টা হতে হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম আরম্ভ হবে। আগামীকাল কোরবানির পর দুপুর ২টা থেকে আমরা কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করব। আমরা আশাবাদী, পূর্বের ন্যায় এবারও সকল বর্জ্য ২৪ ঘন্টার মধ্যে অপসারণ করতে সক্ষম হবো।’

বিজ্ঞাপন

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, ঢাকা জেলার জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, দক্ষিণ সিটির পরিবহন মহাব্যবস্থাপক শহিদুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. ফজলে শামসুল কবির, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নজরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুর রহমান, অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী মিথুন চন্দ্র শীল প্রমুখ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাদসিক মেয়রের পরিদর্শনকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গণপূর্ত অধিদপ্তর এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরএফ/এএম

ইদ জামাত প্রধান প্রধান ইদ জামাত

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর