কুমিল্লায় বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২২ ১২:৪৭ | আপডেট: ৯ জুলাই ২০২২ ১২:৪৯
৯ জুলাই ২০২২ ১২:৪৭ | আপডেট: ৯ জুলাই ২০২২ ১২:৪৯
কুমিল্লা: দাউদকান্দি উপজেলার জিংড়াতলি এলাকায় বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৯ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ফরিদুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- দাউদকান্দি উপজেলার বেকিনগর গ্রামের আপন দুই ভাই মো. শরীফ (২৩) ও মো. তাপসির (১৮) এবং একই গ্রামের সোহেল (২৫)।
ওসি ফরিদুল ইসলাম বলেন, ঢাকাগামী আলবারাকা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন।
সারাবাংলা/এএম