শেষ মুহূর্তে জমে উঠেছে জামালপুরের পশুর হাট
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২২ ২২:০৫ | আপডেট: ৮ জুলাই ২০২২ ২২:০৬
৮ জুলাই ২০২২ ২২:০৫ | আপডেট: ৮ জুলাই ২০২২ ২২:০৬
জামালপুর: শেষ মুহূর্তে জমে উঠেছে জামালপুরের অর্ধশতাধিক কোরবানি পশুর হাট। গত কয়েক দিন হাটগুলোতে মানুষের তেমন একটা আনাগোনা না থাকলেও ইদ ঘনিয়ে আসায় ক্রেতারা এখন ভিড় করছেন হাটগুলোতে।
গত বছরের তুলনায় এবার পশুর দাম বেশি বলছেন ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন গো-খাদ্যের দাম বাড়ায় পশুর বাজার কিছুটা চড়া। তবে ইদের একদিন আগে তাই বিক্রি বেড়েছে বলে জানিয়েছে হাট কর্তৃপক্ষ।
জামালপুর সদরের ঐতিহ্যবাহী নান্দিনা পশুর হাটে ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড় দেখা গেছে। এছাড়াও জামালপুর-শেরপুর ফেরিঘাট হাটে দুই জেলার ক্রেতা বিক্রেতায় উপচে পড়ার ভিড় দেখা গেছে। শেষ সময়ে সাধ্যের মধ্যে কোরবানির পশু কিনতে পেরে অনেকে হাসিমুখে বাড়ি ফিরছেন।
এ বছর জামালপুর জেলায় কোরবানির জন্য প্রস্তুত করা হয় ৫৬ হাজার গবাদিপশু।
সারাবাংলা/এমও