Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু সেতুতে একদিনে সাড়ে ৩ কোটি টাকা টোল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২২ ১৯:২৭ | আপডেট: ৯ জুলাই ২০২২ ১০:৫১

ঢাকা: বঙ্গবন্ধু সেতুতে টো‌ল আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেতুর দুই পাড়ে প্রায় সাড়ে তিন কো‌টি টাকার টোল আদায় হয়েছে।

শুক্রবার (৮ জুলাই) বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী এ তথ্য জানান।

বঙ্গবন্ধু সেতুতে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দুই পাড়ে টোল প্লাজাতে টোল আদায় হয়েছে ৩ কো‌টি ৪০ লাখ ৭ হাজার ৭০০ টাকা। একই সময়ে ৪৩ হাজার ৫৯৫‌টি প‌রিবহন পারাপার হয়েছে।

সেতুর পূর্ব টোলপ্লাজা দিয়ে উত্তরবঙ্গের দিকে ২৫ হাজার ১১৩‌টি প‌রিবহন পার হয়েছে। অন‌্যদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ১৮ হাজার ৪৮২‌টি প‌রিবহন সেতুর প‌শ্চিমপাড় টোলপ্লাজা অতিক্রম করেছে। এ ছাড়া ৬ হাজার ৩৪১টি মোটরসাইকেল সেতু পার হয়েছে।

এর আগে, ঈদুল ফিতরের সময় গত ২৯ এপ্রিল সর্বশেষ বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪৪ হাজার ২৭৪‌টি প‌রিবহন পারাপারের বিপরীতে সেতুতে টোল আদায় হয়ে‌ছিল ৩ কো‌টি ১৯ লাখ ৭ হাজার ২০০ টাকা।

সারাবাংলা/একে

টোল প্লাজা বঙ্গবন্ধু সেতু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর