Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

“ইদের আগে আমরা দু’বেলা ভালোমতো খেতে পারবো”

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২২ ১৯:৩২ | আপডেট: ৯ জুলাই ২০২২ ১০:৫১

লালমনিরহাট: পবিত্র ইদুল আজহা উপলক্ষে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দুঃস্থদের জন্য খাদ্য (ভিজিএফ) কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল সুবিধা পেয়েছে ২২ হাজার ৮১০টি হতদরিদ্র পরিবার।

ভিজিএফ সুবিধা পাওয়া লোকজন বলেন, “ইদের আগে চাল পেয়ে আমরা দু’বেলা ভালোমতো খেতে পারবো। এবার আমরা সঠিক ওজনে চাল পেয়েছি। চাল পেতে আমাদের কোনো অসুবিধা হয়নি।”

শুক্রবার (৮ জুলাই) সকালে উপজেলার চলবলা ইউনিয়নে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে। এসময় চাল বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রীর এ মানবিক সহায়তা কর্মসূচির (ভিজিএফ) চাল সঠিকভাবে বণ্টনের লক্ষে প্রতিটি ইউনিয়নে একজন করে ট্যাক অফিসার নিযুক্ত রয়েছেন। তাদের তদারকির মাধ্যমে সঠিকভাবে চাল বিতরণ করা হচ্ছে।’

এদিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে চাল বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপ পরিচালক এবিএম আকরাম হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদসহ ইউপি সচিব ও সদস্যরা।

এ সময় চলবলা ইউনিয়নে মোট ২৫৪৬টি পরিবারকে বিনামূল্যে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

উপজেলার ভোটমারী, মদাতি, তুষভান্ডার, দলগ্রাম, চন্দ্রপুর, গোড়ল, চলবলা ও কাকিনা মোট ৮ ইউনিয়নে ২২ হাজার ৮১০ টি পরিবার এ ভিজিএফ সুবিধা পেয়েছেন বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

ইদুল আজহা ইদের আগে ভিজিএফ

বিজ্ঞাপন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর