দেশকে দেউলিয়া বানানোর সব আয়োজন সম্পন্ন: টুকু
৮ জুলাই ২০২২ ১৭:১১ | আপডেট: ৮ জুলাই ২০২২ ২০:১১
ঢাকা: দেশকে দেউলিয়া বানোর সব আয়োজন সম্পন্ন করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ত্রাণ কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু।
শুক্রবার (৮ জুলাই) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহের জন্য এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘সরকার যখন বিদ্যুৎ নিয়ে ভেল্কিবাজি শুরু করল, তখন আমি বলেছিলাম একটু ধীরে চলুন। কয়েক দিনের জন্য কী একটু করে ফেলেছেন, এ নিয়ে এতো উল্লসিত হওয়ার কিছু নেই। এখন তো আপনারা দেখতেই পারছেন অবস্থাটা কী।’
‘মূলত, বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনায় এমনভাবে সাজানো হয় যে সরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন হবে ৬৭ শতাংশ। আর বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন হবে ৩৩ শতাংশ। কিন্তু এই সরকারের আমলে সরকারি খাতে উৎপাদন হচ্ছে ২০ শতাংশ। আর বেসরকারি খাতে উৎপাদন হচ্ছে ৮০ শতাংশ। এক্ষেত্রে শর্ত দেওয়া থাকে, সরকার ফুয়েল সরবরাহ করতে না পারলেও মেইনটেন্যান্স খরচ দিতে বাধ্য থাকবে। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন করতে না পারলেও বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে টাকা দিতে বাধ্য থাকবে সরকার। এভাবে প্রতি বছর ৫৫ হাজার কোটি টাকা অপচয় হচ্ছে সরকারের। অথচ জনগণ বিদ্যুৎ পাচ্ছে না’- বলেন সাবেক এই বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘আর ক’টা দিন দেখেন কী হয়। দেশটাকে সম্পূর্ণ দেউলিয়া বানানোর সব আয়োজন সম্পন্ন করেছে শেখ হাসিনার সরকার। এখন দেশকে রক্ষার জন্য এই সরকার সরাতে হবে। সেই জন্য প্রয়োজন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। সেটা আমরা করতে পারব, যদি আপনাদের (দলীয় নেতাকর্মী) সহযোগিতা থাকে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর (উত্তর) বিএনপির আহ্বায়ক আমন উল্লাহ আমান, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, বেনজির আহমেদ দিপু, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাহউদ্দিন, ঢাকা মহানগর (উত্তর) বিএনপির সদস্য সচিব আমিনুল হক, নারায়ণগঞ্জ জেলা ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম রবি, সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ প্রমুখ।
এছাড়াও ত্রাণ দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তফা জামান, দফতর সম্পাদক এ বি এম রাজ্জাক, সদস্য তাহিরুল ইসলাম তুহিন, রেজাউর রহমান ফাহিম, মাহাবুবুর রহমান মন্টু, আলাউদ্দিন সরকার টিপু, মোহাম্মদপর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হাফিজ, ঢাকা জেলা বিএনপি সভাপতি ডাক্তার সালাউদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ মো. আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, সাবেক কাউন্সিলর হান্নান সরকার, গাজীপুর মহানগর আহ্বায়ক সালাউদ্দিন সরকারের নেতৃত্বে সদস্য সচিব সোহরাব উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন, যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়া হান্নু, যুগ্ম আহ্বায়ক সরকার জাবেদ আহমেদ সুমন, সাবেক মন্ত্রী মরহুম আব্দুল মান্নানের মেয়ে ব্যারিস্টার মেহনাজ মান্নানের পক্ষে যুবদল ঢাকা জেলা সভাপতি রেজাউল কবির পল প্রমুখ ত্রাণ হস্তান্তর করেন।
সারাবাংলা/এজেড/এএম