চট্টগ্রামে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার
৮ জুলাই ২০২২ ১৭:০৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ৫ হাজার ২৬০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব। এদের মধ্যে একজন পুলিশ কনস্টেবল। শুক্রবার (৮ জুলাই) র্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (৭ জুলাই) রাত ১১টার দিকে নগরীর পাঁচলাইশ থানার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেইটের কাছে একটি রেস্তোরাঁর সিঁড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর ডিএডি মো. শহীদুল আলম বাদী হয়ে চারজনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান সারাবাংলাকে জানিয়েছেন, মামলার এজাহারে চারজনকে আসামি করা হয়েছে। এরা হলেন- পুলিশ কনস্টেবল উপল চাকমা (৪৫) এবং নান্টু দাশ (৪২), গিয়াস উদ্দিন (৪২) ও কামরুল ইসলাম (৩০)।
উপল চাকমা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ শাখায় (সিটি এসবি) কনস্টেবল পদে কর্মরত আছেন।
নগর পুলিশের বিশেষ শাখার উপ-কমিশনার মনজুর মোরশেদ সারাবাংলাকে জানিয়েছেন, গ্রেফতার পুলিশ সদস্যের বিরুদ্ধে নিয়মিত মামলার তদন্তের পাশাপাশি বিভাগীয় তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/আরডি/এমও