শিনজো আবে’র মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
৮ জুলাই ২০২২ ১৭:০৬ | আপডেট: ৮ জুলাই ২০২২ ১৮:২০
ঢাকা: জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (৮ জুলাই) নির্বাচনি সভায় বক্তব্য দেওয়ার সময় গুলিবিদ্ধ হন শিনজো আবে। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসারত অবস্থাতেই মারা যান তিনি।
এর আগে টোকিওর সাবেক গভর্নর ইয়োচি মাসুজো জানিয়েছিলেন, শিনজো আবের ‘কার্ডিওপ্লুমোনারি অ্যারেস্ট’ হয়েছে। জাপানে ‘কার্ডিওপ্লুমোনারি অ্যারেস্ট’ টার্মটি প্রায়ই সরকারিভাবে মৃত্যুর খবর নিশ্চিত করার আগে প্রাথমিকভাবে ব্যবহার করা হয়। তার অবস্থা অত্যন্ত গুরুতর বলেও জানানো হয়েছিল। এরপরই তার মৃত্যুর সংবাদ এলো।
উল্লেখ্য, শুক্রবার (৮ জুলাই) নারা শহরে বক্তৃতার সময় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সারাবাংলা/এনআর/একে