Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২২ ১১:৪৪ | আপডেট: ৮ জুলাই ২০২২ ১৩:৪২

টাঙ্গাইল: জেলার মির্জাপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় দু’জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৮ জুলাই) সকালে উপজেলার জামুর্কী এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নাটোর জেলার হাফিজুর রহমান (৩৬) ও আরিফুল (৩৫)। গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে এসআই মো. বিল্লাল জানান, তারা দুজন মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে নাটোরে যাচ্ছিলেন। জামুর্কী এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এ সময় একজন ঘটনাস্থলেই মারা যান।

অপরজনের কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বলে জানিয়েছেন এসআই মো. বিল্লাল।

সারাবাংলা/এনএস

টাঙ্গাইল মোটরসাইকেল আরোহী নিহত

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর