অমুসলিম কর্মচারী নেই, ইদের আগে-পরে ২ দিন বন্ধ রংপুর এক্সপ্রেস
৮ জুলাই ২০২২ ০২:৫৬ | আপডেট: ৮ জুলাই ২০২২ ১১:৪১
ঢাকা: বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগে কর্মরতদের মধ্যে কোনো অমুসলিম রানিং কর্মচারী না থাকাকে কারণ দেখিয়ে ইদুল আজহার আগের দিন (৯ জুলাই) এবং পরের দিন (১১ জুলাই) রংপুর এক্সপ্রেসের চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ ইদের আগে-পরের দুই দিন ঢাকা-রংপুর-ঢাকা রুটের আন্তঃনগর ট্রেনটি বন্ধ থাকছে।
বুধবার (৬ জুলাই) রাজশাহীতে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমের মহাব্যবস্থাপকের কার্যালয় থেকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে রেলওয়ে লালমনিরহাট ও রেলওয়ে ঢাকা বিভাগকে।
রেলওয়ের ওই চিঠিতে বলা হয়েছে, লালমনিরহাট সেকশনে কর্মরতদের মধ্যে কোনো অমুসলিম রানিং কর্মচারী না থাকায় রংপুর এক্সপ্রেস ৭৭২ নম্বর ট্রেনটি ৯ জুলাই রংপুর-ঢাকা রুটে এবং রংপুর এক্সপ্রেস ৭৭১ নম্বর ট্রেনটি ১১ জুলাই ঢাকা-রংপুর রুটে চলাচল করবে না।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে রেলওয়ে পশ্চিমের মহাব্যবস্থাপকের পক্ষে সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আওয়ালের সই করা চিঠিতে।
সারাবাংলা/ইউজে/টিআর
অমুসলিম কর্মচারী টপ নিউজ রংপুর এক্সপ্রেস রংপুর এক্সপ্রেস বন্ধ