Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে: মেয়র হাছিনা গাজী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২২ ২১:২৬ | আপডেট: ৭ জুলাই ২০২২ ২১:২৭

নারায়ণগ‌ঞ্জ: রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলা লীগের সভাপ‌তি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে। সবাই মিলে কাজ করলে কোভিড-১৯ মোকাবিলা করা সম্ভব। কোনক্রমেই যেন সংক্রমণ বেড়ে না যায়, সেদিকে সবার খেয়াল রাখতে হবে।’

বৃহস্প‌তিবার (৭ জুলাই) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া এলাকায় নোয়াপাড়া কোরবানির পশুর হাট প‌রিদর্শনকালে তি‌নি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী পশুর ক্রেতা ও বিক্রেতাদের মাঝে করোনার সুরক্ষাসামগ্রী মাস্ক ও ময়লা আবর্জনা ফেলার জন্য প‌লিব্যাগ বিতরণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- তারাবো পৌরসভার ৭ নম্বর ওয়‌ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেনসহ অনেকে।

সারাবাংলা/এমও

করোনাভাইরাস মেয়র হাছিনা গাজী মোকাবিলা সচেতন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর