Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ করাত কল মালিককে জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২২ ১৮:৩৭

বরিশাল: আগৈলঝাড়ায় অবৈধ তিনটি করাত কল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধ করাত কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন করাত কল লাইসেন্স বিধিমালা-২০১২ এর অধীনে ভ্রাম্যমাণ কোর্ট পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন জানান, করাত কলের লাইসেন্স না থাকায় উপজেলার চাঁদত্রিশিরা গ্রামের গাউস বক্তিয়ারকে ১০ হাজার টাকা, পয়সারহাট বাজারের সাইদ হোসেনকে ১০ হাজার টাকা ও ফুল্লশ্রী গ্রামের রাসেল ফকিরকে ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

তিনি আরও জানান, লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত অবৈধ করাত কলের সব কার্যক্রম বন্ধ থাকবে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা বনায়ন কর্মকর্তা মনিন্দ্র নাথ হালদার জানান, অবৈধ ও অনুমোদনবিহীন করাত কলের তালিকা জেলা ও উপজেলা প্রশাসনকে দেওয়া হয়েছে। করাত কল মালিকদের সর্তক করে নোটিশ পাঠানো হয়েছে। তারপরও তারা লাইসেন্সের জন্য আবেদন না করায় এ অভিযান চালানো হয়।

সারাবাংলা/এমও

করাত কল বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ মালিককে জরিমানা