Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে ছেলের শাবলের আঘাতে বাবার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২২ ১৭:২৭

খাগড়াছড়ি: গুইমারায় ছেলের শাবলের আঘাতে বাবার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে গুইমারার হাফছড়ির ফকিরনালায় এ ঘটনা ঘটে।

নিহত চাইলাপ্রু মারমা (৬০) একই এলাকার বাসিন্দা। এ ঘটনায় ছেলে মংহ্লাপ্রু মারমাকে (৩০) আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, সকালে বাড়ির পাশের সবজি ক্ষেতে বাবা ও ছেলে কাজ করছিলেন। ওই সময় বাকবিতণ্ডার একপর্যায়ে ছেলে হাতে থাকা শাবল দিয়ে বাবার মাথায় আঘাত করে। রক্তক্ষরণের একপর্যায়ে পিতার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করা হয়েছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক মংহ্লাপ্রুকে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।

সারাবাংলা/এমও

খাগড়াছড়ি বাবার মৃত্যু

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর